 
                      
                    
                    
                    
                        
                        পরশুরামে নারী দিবসে উজ্জীবিত নারীরা
পরশুরাম-ফুলগাজী প্রতিনিধি :
পরশুরাম আন্তর্জাতিক নারী দিবসে উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন। শনিবার (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাবে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। 
কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রোশনা আক্তার রুমির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আবদুল কাদের মিনার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকানসহ সমাজের নারী প্রতিনিধিরা। বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার ও সমতার গুরুত্ব তুলে ধরে সমাজের সকল স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহŸান জানান।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













