ফাজিলপুরে শ্যামলী পরিবহনে ১৪০০ পিচ ইয়াবাসহ
দুই নারীকে গ্রেফতার করছে ডিবি পুলিশ
হকার্স রিপোর্ট :
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহন থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৪০০ পিচ ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে। প্রাপ্ত সংবাদে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ মার্চ) বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার একটি বিশেষ টহল টিম ফেনী সদর উপজেলার ফাজিলপুরে স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিবি পুলিশের একটি বিশেষ দল কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শ্যামলী পরিবহন বাসে অভিযান চালিয়ে ১৪০০ পিচ ইয়াবাসহ ২ নারীকে গ্রেফতার করেছে।
উক্ত বাসের দুইজন মহিলা যাত্রী কক্সবাজার জেলার সদর থানার কলাতলী গ্রামের মৃত নুর মোহাম্মদের কন্যা হামিদা বেগম (২৬) ও একই গ্রামের করিম উল্যাহর স্ত্রী হাজেরা বেগম (৫২)কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করেন। তল্লাশীর একপর্যায়ে দু’জনের কাছে ৭০০ পিচ করে মোট ১ হাজার চারশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয়। উক্ত মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ২০ হাজার) টাকা।
ডিবি পুলিশ আলামত জব্দ করে আসামীদেরকে হেফাজতে নেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উদ্ধারকৃত অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কম দামে ক্রয় করে ফেনী এবং ঢাকায় সরবরাহ করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিলেন তারা।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত