ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দ গ্রামে আত্ম মানবতার জন্য প্রতিষ্ঠিত 'আনাছ ট্রাস্টে'র আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫ ফেব্রুয়ারি সকালে ট্রাস্টের কার্যালয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনাছ ট্রাস্টের সভাপতি মাষ্টার মোঃ এনায়েত উল্যাহ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, তিনি বলেন বেশ কয়েক বছর যাবত বেলায়েত হোসেন শাহিন আনাছ ট্রাস্টের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ও তিনি এগিয়ে আসেন মানবতার কল্যাণে। এই ইফতার সামগ্রী রমজান মাসে সুবিধা বঞ্চিত মানুষ গুলোর অনেক উপকর হবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা রোজার মাসে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানোর আহবান করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী কামরুল আহসান, সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এন এন জীবন। এ সময় উপস্থিত ছিলেন আনাছ ট্রাস্টের পরিচালক আব্দুল হাদী, ফরিদা ইয়াসমিন। ট্রাস্টের সহ-সভাপতি মাস্টার জাফর আমিন, কোষাধক্ষ্য মাস্টার নাসির উদ্দিন, সদস্য মাইন উদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুর নবী, ফজলুল করিম ও কবির আহমদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ৫৫ টি পরিবারের মাঝে রোজার জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত