 
                      
                    
                    
                    
                        
                        পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা থেকে 'বুদ্ধিভিত্তিক জাতি' গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ,শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা। 
শনিবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো মনির হোসেন মজুমদার,পল্লী বিদ্যুতের ডিজিএম সনৎ কুমার ঘোষ, পৌরসভার ইন্জিনিয়ার আবদুল আলিম, মুক্তিযোদ্ধা হুমায়ুন শাহরিয়ার, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ নুরুল আলম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম,পৌর জামায়াতের আমির মোঃ মোস্তফা, পরশুরাম সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি আবদুল কাদের মিনার,আবদুল হাকিম জয়,নাহিদ রাব্বি প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছে। বাঙালি হার না মানা জাতি। ঐক্যবদ্ধ হয়ে এ জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে।
বিএনপি নেতা আবু তালেব বলেন, বিডিআর গণহত্যা,শাপলা চত্বরে গণহত্যা ও সর্বশেষ জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে চেয়েছিল, এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে প্রতিরোধ করেছে। ছাত্র জনতা একটি বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













