ফেনীর মহিপালে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ওভার ব্রীজের নিচ সংলগ্ন এলাকা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মো. নুরে আলমকে (৩২) আটক করে র্যাব। আটক নুরে আলম নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার তারাবো নোয়াপাড়া গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে।র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ওভার ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় ওভার ব্রীজের নিচে শাহীন হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে র্যাব উপস্থিত হওয়া মাত্রই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মাদক বিক্রেতা মো. নুরে আলমকে আটক করে র্যাব। এসময় তার সাথে থাকা বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল ও ১১ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৮
হাজার টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে সুকৌশলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে ফেনী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাছে বিক্রী করে আসতো।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত