ফেনী শহরের রাজাঝির দীঘির তিন পাড়ে অবৈধভাবে গড়ে উঠা তিন শতাধিক অবৈধ টং দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) প্রথম দিনে বিকাল ৪টা থেকে শুরু হয়ে উচ্ছেদ অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত । সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএন আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে গত দুইদিন ধরে ফেনী পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে সেখান থেকে দোকান সরিয়ে নিতে মাইকিং করা হলেও তাতে কর্নপাত করেনি দোকানীরা। গত দুই বছর আগেও এমন অভিযান চললেও কিছুদিন পরই আবারও বসে এসব দোকান। ফলে কোটি টাকা ব্যয়ে দিঘীর পাড় জুড়ে ওয়াকওয়েসহ সৌন্দর্যবর্ধনের সুবিধা বঞ্চিত হন সাধারণ মানুষ। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঞা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্ছেদ সাময়িক নয় স্থায়ীভাবে করা হচ্ছে। আগামীতে আর কাউকে সুযোগ দেয়া হবে না। এক্ষেত্রে জেলা প্রশাসন, ফেনী পৌরসভা ও জনপ্রতিনিধিরাও একমত হয়েছেন বলে তিনি জানান।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত