দিদার মজুমদারঃ সোনাগাজীর উদ্দ্যেশে ফেনী শহর থেকে ছেড়ে আসা সকল যানবাহনের সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেতে ফেনী শহর সিএনজি মালিক সমিতির উদ্দ্যেগে অস্থায়ীভাবে নিয়োগ দেন কিছু কর্মি যাদের কাজ হলো রাস্তা দুপাশ পারাপারে গাড়ী দূর্ঘটনা স্বীকারে যেন না পড়ে সে দিকে খেয়াল রাখা এবং একপাশ বন্ধ রেখে পারাপারে সহযোগীতা করা।এসব কর্মিদের নিয়োগের পূর্বে লালপোল ক্রসিং এ বহুবার দূর্ঘটনার শিকারে পড়েছেন অনেক যাত্রীবাহী সিএনজি কিংবা অন্যান্য যানবাহন।প্রতিদিনই প্রায় অনেকে হতাহত হয়েছেন এসব ক্রসিং দূর্ঘটনায়।এসব ক্রসিং দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট মহল বহুভাবে নিয়ন্ত্রন করতে নানান প্রদক্ষেপ গ্রহন করেছিলেন।সে প্রদক্ষেপ অনুযায়ী কিছুদিন যাবৎ ক্রসিং এ সিএনজি চালিত গাড়ী পারাপারে নিষিদ্ধ ঘোষনা করা হয় ফলে বেড়ে যায় জনদূর্ভগ।এই জনদূর্ভগ এড়াতে সিএসজি মালিক সমিতি সিদ্ধান্ত নেন পারাপারে সহযোগী কিছু অস্থায়ী কর্মি নিয়োগ করা এবং সে মোতাবেক চার জন কর্মিকে ১৪ হাজার টাকা বেতনে নিয়োগ দেন।এর ফলে ক্রসিং দূর্ঘটনা কমেছে বলেও জানান এখানকার স্থানীয় মহল সহ সংশ্লিষ্টগন।নিয়োগ প্রাপ্ত কর্মিদের মধ্যে মোমিনুল হকের সাথে নানান সুযোগ সুবিদা নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান বেতন আমাদের মোটামুটি ভাল এতে তাদের পরিবার পরিজন ভালই চলে তবে ডিউটিতে একটু অসুবিধা হয় যেমন প্রচুর গরমের তাপ কিংবা বৃষ্টি এসবে তাদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ডিউটি করে অসুস্থ্য হয়ে যান তারা।এ কাজে যারাই আসে বেশিদিন টিকতে পারেনা অসুস্থ্যতার কারনে।এছাড়াও এ কাজে তাদের কোন ছুটি না থাকায় বিপাকে পড়তে হয় তাদের।আমাদের কর্মিদের মাঝে দুইজনই টিকেছে বাকি দুজন আসে আর যায়।বর্তমানেও একজন ৪/৫ দিন ধরে অসুস্থ্য হয়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।চার জনের ডিউটিতে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ডিউটি করতে হয় বিরতিহীনভাবে।তবে দুপুর ভোজনে দুজন দুজন ভাগ করে ভোজনে সময় পান।দুপুর ভোজনে প্রত্যেকেই ১ ঘন্টা করে সময় পান।মোমিনুল হক আরো জানান আমাদের এসব অসুবিধা নিরসনে ছোট্ট একটা ছাউনি ঘর চাই।প্রচুর বৃষ্টি কিংবা রোদের তাপে সারাক্ষন ডিউটি করা সম্ভব হয় না।আমাদের ডিউটি করার জন্য আমাদেরকে একটি ছাতি দিয়েছে সে ছাতি নিয়ে সারাক্ষন দাঁড়িয়ে রোদের তাপ যেমন সহ্য করা যায় না তেমনি অধিক বৃষ্টিতেও এই ছাতি দিয়ে মাথা ছাড়া বৃষ্টির পানিতে শরির রক্ষা করা সম্ভব হয় না।ভিজে ভিজে আর কতক্ষন ডিউটি করা যায় বলেন।মোমিনুল হককে ছাউনি বিষয়ক প্রশ্ন করলে তিনি জানান এটা আমরা বহুআগে জানিয়েছি কিন্তু তারা ছাউনি তৈরি করে দিচ্ছে না।তাদের দাবি স্বাস্থ্য সুরক্ষায় কোন বিত্তবান কিংবা সংশ্লিষ্ট মহল এগিয়ে এলে তাদেরও এই দূর্ভোগ কমে আসবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত