পেয়ার আহাম্মদ চৌধুরীঃ→ গুজব নিরসন ও জনগনকে সচেতন করতে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেনের নেতৃত্বে পরশুরাম থানার পুলিশ এর একটি দল রবিবার (২৮জুলাই) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করে মাইকিং করেছে। পুলিশ পথচারী সহ বিভিন্ন পেশার লোকজনের হাতে বিশেষ গণ সচেতা মূলক বিজ্ঞপ্তি ”গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নিবেননা” লেখা সংবলিত লিফলেট তুলে দেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শওকত হোসেন জানান পুুলিশ সুপারে নির্দেশনা মোতাবেক গত সপ্তাহ ধরে গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জারি করে মাইকিং করে হয়েছে এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনাতামুলক প্রচারণা চালানো হয়েছে। পুলিশ জানায় একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ পিটিয়ে হতাহত করছে। ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যেকোনো ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং গুরুতর দন্ডনীয় অপরাধ। কোনো বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে আইন তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












