ফেনীর রামপুরে হানিফ পরিবহণের একটি বাসে তল্লাশী চালিয়ে ১৯ লাখ টাকার ইয়াবাসহ এক যুবক আটক করেছে র্যাব-৭।র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ দুপুরে র্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন মধ্যম রামপুরস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা চট্টগ্রাম হতে ঢাকাগামী হানিফ পরিবহনের ০১ টি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে ড্রাইভার বাসটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। তাৎনিক র্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশী শুরু করলে বাসের ভিতর থেকে ১ জন যাত্রী তার সাথে থাকা একটি ট্র্যাভেলস ব্যাগসহ বের হয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ ইউসুফ সরদার (৩৩), পিতা-মোঃ শামছুর সরদার @ মুনসুর সরদার, গ্রাম- জামিরা, থানা- ফুলতলা, জেলা- খুলনা’কে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১৯ ল টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত