অবশেষে ম্যাজিস্ট্রেট সোহেল রানার হস্তক্ষেপে যানজট ও ময়লা-আবর্জনা মুক্ত হলো শহরতলীর মহিপাল। আজ ৫ জুলাই ফেনী শহরের মহিপালে যানজট ও আবর্জনার প্রকোপ লাঘব করার লক্ষ্যে দিনভর মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী । এতে নেতৃত্ব দেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজি স্ট্রেট সোহেল রানা।এসময় ফলের ট্রাক রেখে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় মহিপালের শাহাদ এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম (২৮) কে ১০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মহিপালের প্রায় ২০০ টি দোকানের আবর্জনা রাস্তার উপরে পেলতে দেখা যায় । নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা পৌরসভার ময়লার গাড়িসহ অভিযানে যান। দুই ঘন্টার মাঝে যৌথভাবে ফল মালিক সমিতি ও পৌরসভা ময়লা সরিয়া গন্ধ লাঘবে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে।অভিযান পরিচালনা করা হয় আনসার ক্যাম্পের পাশে দক্ষিণ চাড়িপুরে আল আমিন চিড়া মুড়ি মিলের কারখানায়। বুট ভাজির সাথে কেমিক্যাল রঙ মিশিয়ে ভাজার অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাজী আব্দুল করিম (৫৫) কে ৫০,হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় দুই ড্রাম রং।অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, সদর উপজেলা সানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত