সাংবাদিক মুহাম্মদ আরিফুর রহমান যমুনা টিভির ফেনী জেলা প্রতিনিধি পদে যোগদান করেছেন। শনিবার তিনি নিয়োগপত্রে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যমুনা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) ফাহিম আহমেদ, ন্যাশনাল ডেক্স ইনচার্জ আসিফ আহসানুল, এইচআর এন্ড এডমিন রিয়াজ মোহাম্মদ জোনায়েদ তার হাতে নিয়োগপত্র তুলে দেন। সাংবাদিক আরিফ এর আগে দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি কলেজ জীবন থেকে সাংবাদিকতা শুরু করে বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। একসময় রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রি কলেজে বাংলা প্রভাষক পদে যোগদান করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কথাসাহিত্যিকও। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. শফিকুর রহমান। সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে তাঁকে সহযোগিতা করার অনুরোধ করেছেন। (01753131343, rmarif781@gmail.com) আর এম আরিফুর রহমান নামে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অসংখ্য গল্প, প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। এরমধ্যে উল্লেযোগ্য হচ্ছে মেঝ ছেলে, জীবনের গল্প, তিন প্রার্থী, মা, প্রিয়তা, প্রিয়তার ঈদ, প্রিয়তার এ কেমন ভালোবাসা, নিষ্পাপ ভালোবাসা, তোমার অপেক্ষায়, তোমার পথ চেয়ে আছি, প্রেমের সূর বিচিত্র, অধরা মাধবী, প্রথম ভালোবাসা, প্রিয়মুখ প্রিয়তা, কাকতালীয়, সম্পর্কের চেয়ে একটু বেশী, বন্ধুর চেয়ে একটু বেশী, পান্তা ইলিশ, মিয়াউ মিয়াউ বাঘ, আষাঢ়, কংকাল, টাকা, ঈদ ম্যাসেজ, আক্কেল সেলামী, জীবিত ও মৃত, নতুন জামাই ইত্যাদি।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত