আসন্ন ফেনী জেলা ছাত্রদলের কমিটি পেতে ছাত্রদলের নেতাকর্মীদের দৌড়ঝাপ শুরু। জানা গেছে, পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ফেনী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেনী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, অবিবাহিত ও ছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠন হয়। কিন্তু বিশ্বস্ত সূত্র জানা গেছে, ফেনী জেলা ছাত্রদলের কমিটিতে পদ পেতে বিবাহীত এবং সন্তানের জনকরাও কেন্দ্রীয় নেতাদের কাছে ছুটে বেড়াচ্ছে। হকার্স অনলাইনের নিকট যেসব বিবাহীত ও সন্তানের জনক পদ পত্যাশী নেতাদের নাম এসেছে তারা হলেন, নিজামউদ্দীন সোহাগ দুই সন্তানের জনক (সাধারণ সম্পাদক পদপ্রার্থী), ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত কন্যা সন্তানের জনক (সাধারণ সম্পাদক পদপ্রার্থী), জাকির হোসেন রিয়াদ বিবাহিত (সাধারণ সম্পাদক পদপ্রার্থী)। এদের নিয়ে ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পদ প্রত্যাশী এক নেতা বলেন, ‘বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে অনেক ত্যাগী ও প্রতিভাবান নেতাদেরও বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ফেনী জেলাতে বিবাহিতদের প্রাধান্য দেওয়া হচ্ছে।’ ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখা গেছে।
দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতা হকার্স অনলাইনকে বলেন,‘ছাত্রদলের পদ প্রত্যাশী নেতৃবৃন্দের কাছ থেকে তাদের জীবন্ত বৃত্তান্ত নিয়েছি, আমরা যাচাই-বাচাই করে যোগ্য ত্যাগী নেতাদের ছাত্রদলের কমিটিতে নিয়ে আসতে চাই।’
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত