দিদার মজুমদারঃ নেপালে আইপিএফ ইন্টারন্যাশনাল কারাতো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছে ফেনী ধর্মপুরের মামুন। এই সাফল্যে দেশকে আরো উচুস্থানে নিয়ে গেলেন ফেনীর এ কৃতি সন্তান। ওমর ফারুক মামুন সদর উপজেলার ধর্মপুর মঠবাড়িয়া গ্রামের নোমান ভুইয়ার ছেলে। নেপালে আয়োজিত ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে ৭ দেশের প্রায় ২৫০ জন প্রতিযোগী অংশ নেয়। দেশগুলো হলো নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা ও পাকিস্থান। কাঠমুন্ডে (২৪-২৬ মে ২০১৮ ইং) তারিখে “কাটমুন্ড আর্মড পুলিশ ক্লাবে” প্রতিযোগীতা শেষে পদক তুলে দেন নেপালের ক্রীড়ামন্ত্রী দিনেশ কুমার,এসময় দেশটির সেনা প্রধানসহ কারাতে আয়োজক ও পৃষ্ঠপোষকগন উপস্থিত ছিলেন। মামুন'র আর্ন্তজাতিক অঙ্গনে এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায় ও সাধারন সম্পাদক আমির হোসেন বাহার। এদিকে মামুনের এমন কৃর্তিতে ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও কারাতো এসোসিয়েশন তাকে দেশে স্বাগত জানাতে নানা উদ্যোগ গ্রহন করেছে। মামুনের এমন কৃর্তিতে তার পিতা নোমান ভূইয়া আনন্দে উৎপুত হয়ে বলেন, তার সন্তানের এমন কৃর্তিতে তিনি গর্বিত। তিনি মামুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দেশেকে যেন আরো উচ্চতার আসনে নিয়ে যেতে পারে সে আশাবাদ ব্যাক্তকরে তার উজ্জল ভবিষ্যত কামনা করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত