ফেনী থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক পাচারকালে ১৮০০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি প্রাইভেটকার এবং ০১ টি মাইক্রো সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। মাদকদ্রব্যের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এর প্রেক্ষিতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, র্যাব ৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার সীমান্ত এলাকা হতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার এবং একটি হাইএস মাইক্রো যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম অভিমুখে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আদ্য ২১ এপ্রিল ২০১৮ ইং তারিখ র্যাবের দুইটি আভিযানিক দল উক্ত গাড়িগুলো সনাক্ত করে পিছু নিয়ে ঢাকা ও চট্টগ্রামের দিকে ধাওয়া করে। আনুমানিক ১০৩০ ঘটিকার সময় র্যাব এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর বাস স্ট্যান্ড এর সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কের উপর থেকে উক্ত প্রাইভেটকারটি আটকপূর্বক আসামী মোঃ সুমন মিয়া (২৮), পিতা- আব্দুর রব, সাং- ফাওই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানোমতে উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-গ-২৩-৪৩৬২) তল্লাশী করে গাড়ির ভিতরে লুকানো অবস্থায় ১,০০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। র্যাবের অপর আভিযানিক দলটি আনুমানিক ০১৩৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে অপর মাইক্রো বাসটি আটকপূর্বক আসামী মোঃ পারভেজ (৩০), পিতা- মৃত হিরণ মিয়া, সাং- ধর্মপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানোমতে উক্ত মাইক্রোটি (ঢাকা মেট্টো-চ-১৩-৭৬৬০) তল্লাশী করে গাড়ির ভিতরে লুকানো অবস্থায় ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাইক্রোটি জব্দ করা হয়। উল্লেখ্য যে, আসামীরা উক্ত গাড়িগুলো ব্যবহার করে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছে। উদ্ধারকৃত ১৮০০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা এবং গাড়ি দুটোর আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত