জাকের হায়দার সুমন,:
ছাগলনাইয়ার আঞ্চলিক মহাসড়কগুলোর বেহাল দশা লক্ষ্য করা গেছে। এতে জন ও যান চলাচল করা দায় হয়ে উঠেছে। প্রতিনিয়ত এইসব রাস্তা দিয়ে কোন না কোন দূর্ঘটনা ঘটছে। ফলে দূর্ঘটনায় পতিত হয়ে ঝরছে ও ক্ষত হচ্ছে মূল্যবান প্রাণের, নষ্ট হচ্ছে ছোট বড় যানবাহনগুলো। ছাগলনাইয়া থেকে সড়ক ও জনপথের রাস্তা রয়েছে প্রায় ৪০ কি মি। এই রাস্তাগুলো হলো ছাগলনাইয়া হতে ফেনী দিয়ে ঢাকা, মুহুরীগঞ্জ হয়ে চট্টগ্রাম, করেহাট হয়ে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল এবং ফুলগাজী, পরশুরাম। ছাগলনাইয়া-ফেনী, মুহুরীগঞ্জ-করেরহাট যাওয়ার রাস্তাটির কোথাও কোথাও ভাঙ্গন এত বেশি যে গাড়ী ও মানুষ পার হতে দূর্ভোগের অন্তঃ থাকে না। এতে করে প্রতিনিয়ত রাস্তায় গাড়ীর চেচিস ভেঙ্গে বা চাকা ফেটে, পামচার হয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা গাড়ী আটকা পড়ে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। ছাগলনাইয়া-ফেনী সড়কের এক্সিম ও ঢাকা ব্যাংকের সামনে, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের জঙ্গলমিয়ার ঢল কোম্পানী সড়ক নামক স্থানে এবং ছাগলনাইয়া-করেরহাট সড়কের বেশির ভাগ স্থানে খানাখন্দে ভরা। চলতি বর্ষায় ও ঢলে এই রাস্তাগুলোর বেহাল দশা হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি কর্তৃপক্ষ এগুলো মেরামতে কার্যকর কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বলে ভুক্তভোগী গাড়ী চালকসহ সাধারণ জনগন ক্ষোভের সহিত সমকালকে জানান। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঈদ ঊল আযহার পূর্বে সারা দেশের ভগ্ন দশা রাস্তাগুলো মেরামত করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিলেও ছাগলনাইয়ার সড়ক ও জনপথ (সওজ) এর প্রায় ৪০ কি মিটারসহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতায় ২৬৩ কি মি রাস্তা মেরামতের কোন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী নজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান চলতি বর্ষায় ও বন্যায় তাদের কত কিমি রাস্তা নষ্ট হয়েছে তা এখনো মাঠ পর্যায়ের কর্মকর্তারা তালিকা করেননি। ফলে ঈদের আগে মেরামত করা সম্ভব নয় বলে তিনি জানান। অপর দিকে সড়ক ও জনপথ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিমের নিকট দূর পাল্লার গাড়ী চলাচলের অতি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কগুলো মেরামতের বিষয়ে জানতে চাইলে তিনি সমকালকে জানান ঈদের পূর্বে সড়কগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে।
                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












