বাংলাদেশ জুয়েলার্স সমিতি ছাগলনাইয়া উপজেলা কমিটির সাথে ফেনী জেলা জুয়েলার্স সমিতির অাজকের বৈঠকটি অনুষ্ঠিত হয় ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্দেশনা বাস্তবানের জন্য ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দরা ফেনী জেলাব্যাপী সফর করে। তারই ধারাবাহিকতায় অাজকে ছাগলনাইয়া উপজেলা জুয়েলার্স সমিতির কর্মকতা ও সর্বস্তরের জুয়েলারী ব্যবসায়ীদের সাথে সাধারণ সভা ও মত বিনিময় হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতিঃ মোঃ ইউছুফ মজুমদার।সভাটি পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদকঃ কাজী অাবু সাইদ মিনু।
সভায় গুরুত্বসহকারে অালোচনায় বক্তব্য রাখেন উপজেলার কয়েকজন গন্য মান্য জুয়েলারী ব্যবসায়ীবৃন্দ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেনী জেলা কমিটির সভাপতিঃ অালহাজ্ব ইসমাইল হোসেন খোকন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদকঃ কাজী অারিফ রুবেল।
বিশেষ বক্তা হয়ে বক্তিতা করেনঃ খোরশেদ অালম মজুমদার (সহ সভাপতি) জালাল উদ্দিন বাবলু (সহ সভাপতি) সাহাব উদ্দিন (সাংগঠনিক সম্পাদক) মোঃ এয়াকুব অালী (সহ সাংগঠনিক সম্পাদক)রাজিব পাল (কোষাধ্যক্ষ) ও নিজাম উদ্দিন (নির্বাহী সদস্য)।
ছাগলনাইয়া উপজেলা জুয়েলার্স সমিতির বর্তমান কমিটির সভাপতি /সম্পাদক সর্বসম্মতি ক্রমে অাবার নির্বাচিত হন । অাগামী তিন বছরে জন্য উনাদের দ্বায়ীত্বে ছাগলনাইয়া উপজেলা জুয়েলার্স সমিতির কার্যক্রম পরিচালিত হবে।
কেন্দ্রীয় কমিটির নতুন নির্দেশনা মেনে চলে ব্যবসা -বানিজ্য করার অঙিকার করেন ব্যবসায়ীরা । একদর একমান এ নীতিকে স্বাগত জানিয়ে সবাই অঙিকার করেন যে, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বরাবরে ছাগলনাইয়া উপজেলায় জুয়েলারী ব্যবসা বানিজ্য পরিচলনা করবেন সবাই । ফেনী জেলা কমিটির যে কোন অাহবানে তারা সব সময় ঐক্যবদ্ব থাকবেন।
মনোরম পরিবেশে সভাস্হল নির্ধারণ ও মধ্যান্য ভোজের অায়োজন ও উপজেলার সব জুয়েলারী প্রতিষ্ঠান বন্দ্ব রেখে সভায় উপস্হিত হওয়ার জন্য সবাই কে ধন্যবাদ জানানো হয় জেলা জুয়েলার্স সমিতির পক্ষ থেকে । কেন্দ্রীয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি ও ফেনী জেলা জুয়েলার্স সমিতির যেকোন কাজের সাথে এক থাকার অঙিকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত