নিজস্ব প্রতিনিধি, ০৪ জুলাই ২০১৭ : তিন দিনের ভারী বর্ষণে ফেনী ছোট নদীর স্লুইজ গেইটের উপর দিয়ে নির্মিত সড়ক ভেঙ্গেসোনাগাজীর সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে । এতে প্রায় ১০ টি গ্রামের লক্ষাধিক মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন । ঘটনার পর থেকে জীবন ঝুঁিক নিয়ে ভাঙ্গা সড়ক দিয়ে যাতায়ত ওই এলাকার নারী পুরুষ ও শিশুরা ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে ফেনী ছোট নদীর শকুনরি খালের অংশের ওপর অবস্থিত স্লুইজ গেইট ধ্বসে ভেঙ্গে যায়। এতে চরছান্দিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম, চরদরবেশ ইউনিয়নের তিনটি গ্রাম এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের ২টি গ্রামের লক্ষাধিক জনগণের সোনাগাজী উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এলাকাবাসীরা জানায়, ১৯৬০ সালে এই স্লুইজ গেইটটি নির্মিত হয়। নির্মাণের দীর্ঘদিনেও এটি সংস্কার বা মেরামত হয়নি। কিছুদিন পূর্বে ¯ুøইজ গেইটের রাস্তায় ধ্বস ও ভাঙ্গনের শুরু হলে চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো সংস্কার করেন। কিন্তু কিছু দিন না যেতেই রোববার দিবাগত রাতে ¯ুøইজ গেইট ধ্বসে ভাঙ্গনের শুরু হয়। অব্যাহত ভাঙ্গনে মঙ্গলবার এটি বিশাল অংশজুড়ে গর্তের সৃষ্টি হয়। ফলে পুরো উপজেলা বিছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় জনগণ জানান, দ্রুত সংস্কার না হলে স্লইজ গেইট সংলগ্ন বেঁড়িবাধের দু’পাশে আরো ভাঙ্গন হতে পারে এবং বাড়ি-ঘর, আবাদযোগ্য জমি ভাঙ্গনের কবলে পড়তে পারে। উপজেলা ও জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
চরছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন জানান, ষাটের দশকে এই স্লুইজ গেইটটি নির্মিত হলেও দীর্ঘদিনেও এটি সংস্কার বা মেরামত হয়নি
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ফেনীতে তিনটি পুরাতন স্লইজ গেইট সংস্কার ও চারটি নতুন স্লইজ গেইট নির্মিত হচ্ছে। কিছুদিন পূর্বেই এই ৯ নং পুরাতন স্লুইজ গেইটটি পুন:নির্মণের দরপত্র আহবান করা হয়েছে। অচিরেই এই ¯ুøইজ গেইটের নির্মাণ কাজ শুরু হবে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ইতোপূর্বেও আমি ভাঙ্গন এলাকায় এসেছি, ভাঙ্গন স্থান মেরামত করেছি। আজকেই আমরা জনগণের যোগাযোগের সুবিধার্থে এখানে একটি সাঁকো নির্মাণ করে দেবো
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত