প্রতিনিধি, ১৮ জুন : ফেনীর ছাগলনাইয়া পূর্ব শত্রুতার জের ধরে বাবাকে না পেয়ে মেয়ে রহিমা আক্তার (১৬)কে নির্মমভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রহিমা আক্তার চাঁদগাজী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ।
এ ঘটনায় গতকাল শনিবার বিকালে ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উত্তর সতর গ্রামের আবদুল হাই’র মেয়ে হাছিনা আক্তারের সঙ্গে ছাগলনাইয়া পৌরসভার রেজুমিয়ার মিন্টু মিয়ার ছেলে লিটনের বিয়ে হয়। কয়েকদিন আগে মিন্টুর ঘর থেকে তার আপন বাগিনা উত্তর সতর গ্রামের মো: ইসমাইল ৫৪হাজার টাকা চুরি করার ঘটনা আবদুল হাই’র মেয়ে হাছিনা দেখে তার শ্বশুড়কে জানিয়ে দেয়। শুক্রবার এ নিয়ে শালিস বৈঠকে ইসমাইলকে মারধর করে তার মামা মিন্টু । এই ঘটনার জের ধরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে হাছিনার বাবার বাড়ির ঘরের পিছনে গিয়ে ওৎ পেতে থাকে ইসমাইলসহ ৪-৫ জন। রাত আড়াইটায় পিছনের দরজা খুলে সেহরী খাওয়ার উদ্দেশ্যে ঘরের পাশে থাকা টিউভওয়েল থেকে পানি আনতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আবদুল হাইকে না পেয়ে ধারালো দা দিয়ে তার মেয়ে রহিমা আক্তারকে হত্যার উদ্দেশ্যে ঘাড়ে কোপ দেয়। মেয়ের আর্তচিৎকারে মা খুরশিদা আক্তার এগিয়ে গেলে তাকেও মারধর করে এবং ভাংচুড় চালায়। বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার রাতে শালিস বৈঠকে রেজুমিয়া বড় মেয়ের জামাই বাড়িতে থাকায় আবদুল হাই প্রাণে বেঁচে যান বলে তিনি কান্নাজড়িত কন্ঠে পুলিশ ও সাংবাদিকদেরকে জানান। আবদুল হাইয়ের মেয়ে রহিমা হামলাকারী ইসমাইলকে চিনে ফেলেছে বলার সঙ্গে সঙ্গে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় যুবকরা। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শনিবার সকালে একালাকাবাসী বাড়ি ঘেরাও করে হামলাকারী বখাটে যুবক ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে। রহিমা আক্তার চাঁদগাজী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ইসমাইল ও তার ভাই বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামী করে আবদুল হাই বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন।
ছাগলনাইয়া থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাকি আসামীদের ধরার চেষ্টা চলছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত