মোতাহের হোসেন ইমরান : সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী বখতারমুন্সী বাজারে ভিড় এড়াতে রমজানের শুরুতেই বিপণী বিতানগুলোতে কেনাকাটা করছেন অনেক ক্রেতা। তবে পুরোদমে বেচাকেনা শুরু হতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে বলে মনে করেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম বেশি। তবে বিক্রেতারা পোশাকের দাম বাড়ার নানা কারণ তুলে ধরেছেন। রমজানের শুরুতে সোনাগাজী উপজেলার বখতারমুন্সীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা।বখতারমুন্সীর প্রমা শপিং সেন্টার, মসজিদ রোড় মার্কেট, মাদ্রাসা মার্কেট, খন্দকার টাওয়ার, আল করিম টাওয়ার, নিউ মার্কেট, বাহার কমপ্লেক্সে ঈদে সব বয়সী ক্রেতাদের মাথায় রেখে বাহারি রং আর নানা ডিজাইনের বৈচিত্র্য ছেয়ে গেছে পোশাকে। ক্রেতারা বলছেন, সপ্তাহ দুয়েক পর ভিড় হবে, তাই দামদর করে আগেভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন তারা। আধুনিকতার ছোঁয়া আর গুণে মানে ভাল হওয়ায় প্রতি বছরের মতো এবারও নারীদের পছন্দের তালিকার শীর্ষে সুতি ও সিল্কের তৈরি শাড়ি, থ্রি-পিস, ফ্রগ আর ছেলেদের পছন্দ শার্ট, প্যান্ট ও বাহারি রঙয়ের পাঞ্জাবি। তবে রমজানের প্রথমদিকে রেডিমেডের চেয়ে পিস কাপড়ের দোকানগুলোতে বেশি ভিড়। এখান থেকে ক্রেতারা পছন্দমত কাপড় কিনে বানিয়ে নিচ্ছেন ঈদে মানানসই শখের পোশাকটি। অবশ্য পোশাকের দাম বাড়ায় কিছুটা অসন্তুষ্ট অনেক ক্রেতা। তবে দাম বাড়ার নানা যুক্তি বিক্রেতাদের। বিপণী বিতানগুলোর মালিকরা, ঈদকে টার্গেট করে আকর্ষণীয় ও লোভনীয় ছাড় দিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করছেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত