চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভিশন-২০৩০ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন।
For National & Regional Research Studie(CNRRS) আয়োজিত গোলটেবিল আলোচনার সঞ্চালক ছিলেন ব্যারিস্টার পারভেজ আহমেদ।
খালেদা জিয়ার ‘ভিশন- ২০৩০’ ঘোষণা শেষ হতে না হতেই আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রয়া দেয়ার সমালোচনা করে ফখরুল বলেন, তারা বলছেন এটা অন্তঃসার শূন্য, ফাঁপা বেলুন। আবার কেউ বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে’ বলে জানান তিনি।
বিএনপি আওয়ামী লীগের ভিশন অনুকরণ করেনি দাবি করে মির্জা ফখরুল বলেন, যেভাবেই হোক তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছে।তাদের কাছে গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করি।
ভিশন-২০৩০ এর মধ্যে জোটের অন্যতম শরিক জামায়াতের কথা উল্লেখ না থাকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে বিএনপির জোট গঠনের ম্যানুফেস্টুতে বলা হয়েছিল, ‘আওয়ামী লীগ সরকার একনায়ক, স্বৈরাচারীভাবে দেশ পরিচালনায় রয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে বিএনপির পাশে জামায়াত থাকবে’ এর বাইরে অন্য কিছু না।
মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে যে জোট এটা পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে সেটা এ মুহূর্তে বলার অবকাশ নেই। সুতরাং এখানে জামায়াতের বিষয়টি উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল, সাংবাদিক রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী প্রমুখ।
এছাড়া শিক্ষাবিদ ড. মাহবুবউল্লাহ, প্রফেসর দিলারা চৌধুরী, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম প্রমুখও আলোচনায় অংশ নেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত