নিজস্ব প্রতিনিধি, ২৩ জানুয়ারী: যারা জঙ্গিবাদ ও রাজারের সাথে বন্ধুত্ব করে তারা নারী, শিশু ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সন্ধ্যায় ছাগলনাইয়া আদালত মাঠে আয়োজিত শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম হিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, যে রাজনীতি নারীদের সম্মান করে না, সে দেশে রাজনীতির দরকার নেই। তিনি বলেন, নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। তিনি নারীদের ১৮ বছরের আগে বিয়ে, ২০ বছরের আগে সন্তান জন্ম না দেয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ টেলিভিশন’র আয়োজনে উপজেলা নির্বাহী কমকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আখতার, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এএসএম হারুনুর রশিদ, বিটিভির তথ্য সচিব বাবু সুরুত কুমার সরকার, জেলা পুলিশ সুপার রেজাউল হক পিপিএম। মাধ্যমিক শিক্ষা অফিসার এম আলী জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল
সার্জন ডা. মোঃ ইসমাঈল হোসেন সিরাজী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান, উপজেলা কমান্ডার মোঃ ইউছুপ চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ স¤পাদক কাজী আব্দুল বারীসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত