দাগনভূঞা সংবাদদাতা:দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ফুলকলি মডেল কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা স্থানীয় ইউনিয়ন মেধা বৃত্তি পরীক্ষায অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইয়াছিন স্বাক্ষরতি ফলাফল সূত্রে জানা যায়, ফুলকলি থেকে ৩য় শ্রেণীর ইশরাত জাহান ইশা (রোল-৩৩৬),আরিফুল ইসলাম(রোল-৩৩৮),ফারজানা জাহান রুপা (রোল-৩৪০)’জাহিদুল ইসলাম সাকিব (রোল-৩৪৬),ফাহমিদা কামাল বিজলী (রোল-৩৩৪)ও ৪র্থ শ্রেণীর মাহমুদ আজাদ মাজেদ(রোল-৩৪১),জান্নাতুল মাওয়া কচি (রোল-৩৩৫),সাহিদ হোসেন সানজিদ (রোল-৩৩৯) ছামিয়া ইয়াছমিন (রোল-৩৩৭),রওনক জাহান চামি (রোল-৩৫৩),সিরাতুল জাহান লামিন (রোল-৩৫৫),মোজাম্মেল হোসেন শাকিল (রোল-৩৪৩),সেলিনা আক্তার (রোল-৩৪৭),জান্নাতুল ফেরদাউস মাইশা (রোল-৩৪৯),শাহ ইমরান হোসেন (রোল-৩৫১) বৃত্তি পেয়েছে ।ফুলকলি’র সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন মেধা বৃত্তি ফাউন্ডেশনের ব্যাস্থাপক মাসুদ রায়হান জানান,আগামী ২১ জানুয়ারী বৃত্তি প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও তাদের সংবর্ধনা প্রদান করা হবে।একই সাথে পরীক্ষায অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও শান্তনা পুরস্কার ও উপস্থিত সকলের জন্য উম্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছ।ে
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত