
নুরুল করিম মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে
বিভিন্ন মসজিদে দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি
ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্স এর সম্পাদক ও প্রকাশক মরহুম নুরুল করিম মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন মসজিদে দোয়া ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বাদ আসর মটবাড়িয়া আজিজিয়া-উলুম মাদ্রাসা ও এতিমখায় দোয়া, কাতালিয়া ফরায়েজী কোণা মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকালে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম নুরুল করিম মজুমদার ১২ মে ১৯৫৩ ইং তারিখে ফেনী শহরের পশ্চিম উকিল পাড়াস্থ মজুমদার বাড়ী মরহুম মমতাজুল হক মজুমদার ও নুর জাহান বেগমের কৃতি সন্তান। তিনি বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থা ইষ্টার্ন নিউজ এজেন্সি (এনা) এর বৃহত্তর নোয়াখালির সংবাদদাতা ছিলেন। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দি ডিইলি স্টার, নিউ এইজ এবং এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি) এর ফেনী জেলা সংবাদদাতা ও দৈনিক দেশ বাংলা ফেনী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৮২ সালে তার সম্পাদনায় ফেনীর প্রাচীনতম পত্রিকা “সাপ্তাহিক হকার্স” এর আত্মপ্রকাশ করেন। পত্রিকাটি বর্তমানে ৪৪ বছরে পদার্পণ করেছে। মরহুম নুরুল করিম মজুমদারের মৃত্যুর পর তার একমাত্র পুত্র তারেকুল ইসলাম মজুমদার সাপ্তাহিক হকার্স এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তারেকুল ইসলাম মজুমদার তার পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।