
ফেনীতে আইডিইবির দোয়া ও ইফতার মাহফিল
শহর প্রতিনিধি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি ফেনী জেলা শাখার আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ মার্চ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আইডিইবি ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ জাহান এর সঞ্চালনায় এতে অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় আহবায়ক কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ ফজলুল হক। এছাড়া বক্তব্য রাখেন পাউবো ফেনীর প্রকৌশলী আবদুর রব শিমুল, ফেনী পৌরসভার প্রকৌশলী জাকির হোসেন, প্রকৌশলী শওকত চৌধুরী প্রমুখ।
ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ ও সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।