![তারুণ্যের উৎসবে তারুণ্যের মেলায় তারুণ্যের উৎসবে তারুণ্যের মেলায়](https://www.hawkars.com/uploads/images/Messenger_creation_008F3D2B-3F68-4078-8256-7A5722852D89.jpeg)
"কোথায়, কোথায় আমার সোনা মানিক, নাড়ি ছেঁড়া ধন, এখনও কি শেষ হয়নি তাঁর কোটা আন্দোলন। কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, ফোন কলেও জানতে চায়নি, কেমন আছেন মা।" কবি মেজবাহ উদ্দিন ফারুক'র লিখা কবিতা আবৃত্তি করেন শিল্পী সম্পূর্ণা সাহা। মায়ের বুকফাটা আত্ননাদ যুক্ত কবিতায় উপস্থিত দর্শকদের চোখ ছল ছল করছিলো। এমন কবিতায় দর্শক শ্রোতারা মুগ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ফেনী পিটিআই স্কুল মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব এ তারুণ্যের মেলার সমাপনী অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, ফেনীর একঝাঁক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
সংগঠনের সদস্য সম্পূর্ণা সাহা ও মাইশা বিনতে ফেরদৌস এর যৌথ সঞ্চালনায় একুশে ফেব্রুয়ারির 'ফেব্রুয়ারি গান' কবিতা আবৃত্তি করে সুহাইলা সাবিহা। একে একে আবৃত্তি করেন সম্পূর্ণ সাহা, মাইশা বিনতে ফেরদৌস, আরিশা জামান, অর্ক দত্ত, মুনিসা রিথিমা, জেরিন তাসনিম মাইশা, রাইসা মানহা, ইবশার নাওয়ার, তাহমিদ আনজুম জামান, সীমান্ত দাস ও কাজী রমজান।
শিল্পীরা 'কোন এক মাকে', 'যদি আর বাঁশি না বাজে', 'নুরুল দিনের সারা জীবন', 'বঙ্গ আমার জননী আমার', 'রোদ্র লেখে জয়', 'কি নাম ছেলে', 'ছুটি', 'প্রার্থনা', 'পন্ডশ্রম', 'গোঁফ চুরি', 'প্রতিদান', 'কবর', 'ঠিকানা' কবিতা আবৃত্তি করেন।
কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, জসীম উদ্দীন, সৈয়দ শামসুল হক, গোলাম মোস্তফা, লুৎফর রহমান রিটন, আবু জাফর ওবায়দুল্লাহ, সুকুমার রায়, দ্বিজেন্দ্র লাল রায়, মেজবাহ উদ্দিন ফারুক এর লিখা কবিতাগুলো শিশু-কিশোর শিল্পীদের কন্ঠে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সম্পূর্ণা ও মাইশা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্য বলেন, সকলের সহযোগীতায় তারুণ্যের মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের আনন্দ দিয়েছে। আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীরা মুগ্ধকর আবৃত্তি করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী ত্রিশ বছর অতিক্রম করেছে। সংগঠনে বর্তমানে এক ঝাঁক তরুণ ও অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, ফেনীর ঐতিহ্যবাহী পুরোনো এই সংগঠনটি প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমাদের নিজস্ব প্রযোজনাও নিয়মিত হচ্ছে। জেলার অন্য সংগঠনগুলোও আমাদের কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে।