সংবাদদাতা : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ফেনী শহরের বঙ্গবীর উসমানী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়।
এসময় শিক্ষা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন যুবনেতা মোহাম্মদ বেলাল হোসাইন।
তিনি বলেন জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, শিশু পার্ক প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য বিটিভিতে নতুন কুড়ি প্রোগ্রাম চালু করেন। একইসাথে তিনি শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুমুখী শিক্ষা উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান,সহ প্রচার সম্পাদক টুটুল চন্দ্র নাথ, যুব নেতা সোহরাব হোসেন অপু,ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হালিম, যুব নেতা দিদারুল ইসলাম, ছাত্রদলের রাপি সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।