শহর প্রতিনিধি
“আস্থা, বিশ্বাস ও ভালোবাসার অপর নাম বন্ধুত্ব" এই স্লোগানে ফেনীর অন্যতম সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন বাংলাদেশ - হাঁটি হাঁটি পা পা করে ২৬ বছর পূর্ণ করেছে ২০ জানুয়ারি। এই উপলক্ষে সোমবার রাতে শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ তম বর্ষপূর্তি উৎসবের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন। স্বাগত বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন এর স্বপ্নদ্রষ্টা ও প্রধান সংগঠক নাজমুল করিম ভূঁইয়া সুমন।
বন্ধুর বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী পাবলিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, রাজাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছায়েদ আলী স্বপন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক নুরুল আবছার টিটু,
জালাল উদ্দীন বাবলু,আনিসুর রহমান,
শেখ ফেরদৌস আনোয়ার মজনু, শেফায়েত উল্যাহ,বন্ধুর বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন বলেন- ফেনী আয়তনে ছোট একটা জেলা হলেও কর্মকাণ্ডে অনেক সমৃদ্ধ। এই জেলায় প্রতিষ্ঠিত বন্ধুর বন্ধনের মতো একটা সামাজিক সংগঠন বিগত ২৫ বছর তরুণ ও যুবকদের নিয়ে অনেক ভালো কাজের বাস্তবায়ন করেছেন। ভালো কর্মকান্ডের জন্য এটি একটা মডেল সংগঠন। এই ধরনের সামাজিক সংগঠন সারাদেশে থাকা প্রয়োজন। কেক কাটা ও আলোচনা সভার পর বন্ধুর বন্ধন বাংলাদেশ এর
প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে প্রধান সংগঠক, সভাপতি এবং সাধারণ সম্পাদককে দৈনিক অজেয় বাংলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বন্ধুর বন্ধনের সংগঠক, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।