স্টাফ রিপোর্টার: ফেনী সদর উপজেলার তুলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। কমিটিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য, ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী সভাপতি মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। চার সদস্যের এডহক কমিটিতে তৌফিক আহমেদ ভ‚ঁইয়াকে শিক্ষক প্রতিনিধি, অজিত বরণ দাসকে অভিভাবক প্রতিনিধি ও পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব থাকবেন। চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪(১০) অনুসারে বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হল। নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য, জেলা পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদ, লায়ন্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা-সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।