স্টাফ রিপোর্টার ঃ ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের তুলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট পার্থ পাল চৌধুরী।
এডহক কমিটির সভাপতি এডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে প্রায় ১৪ বছর ধরে শিক্ষকতা করেছেন। উনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করবো।
অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস তাঁর অতীত জীবনের বক্তব্য দিতে গিয়ে কান্নাই ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে তার জন্য দোয়া ও আশির্বাদ চান তিনি। পরে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে ফুলের সাজানো গাড়িতে করে প্রধান শিক্ষককে বাড়িতে পৌঁছে দেয়া হয়।