সদর প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পযার্য়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফেনী সদর উপজেলার
পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর পাঁচগাছিয়া আকরামুজ্জামান খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ওসমান গনি ও সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ।
জাতীয়তাবাদী কৃষক দল পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার আহবায়ক মো. ইউসুফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াদ ফরায়জীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে
বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা মেছবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আলম সুফল, যুবদল নেতা গিয়াস উদ্দিন,৷ মওদুদ আহমেদ রনি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিটু প্রমুখ। অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।