
সংবাদদাতা,:
ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের এক কর্মী সম্মেলন স্থানীয় কেএমহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ,জেলা সহকারী সেক্রেটারী এডভোকেট জামাল উদ্দিন,সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিবিরের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদার,ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আবু তৈয়্যব। আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম,ফেনী শহর সভাপতি, আইবিডব্লিউএফ সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,যারা এদেশটা বিক্রি করে দিয়ে জাতির গলায় গোলামীর জিন্জির পরাতে চেয়েছিল তারা আজ তাদের প্রভুদদের সেদেশে আশ্রয় নিয়েছে।তারা এদেশকে কখনো নিজের দেশ মনে করতোনা তাই তারা এবং তাদের আন্ডা বাচ্চা কেউ এদেশে বসবাস করতোনা।তিনি বলেন,গত ১৫বছর আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে।তারা জনগনের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগনকে হত্যা করেছে,গনহত্যা চালিয়ে নারী পুরুষ শিশু কিশোরদের জীবন কেড়ে নিয়ে যুদ্ধে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন,জামায়াত এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মঙ্গল রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে। দেশের মানুষ এখন দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত একটি বাংলাদেশ.