
সদর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, প্রতিবেশী দেশ ভারতে বসে বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে । শান্তি-উন্নয়নের মাধ্যমে ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আল কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহর আইন পূর্নাঙ্গ প্রতিষ্ঠা না হলে শান্তি ফিরে আসবে না। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা দেশ আগেই ভালো ছিলো বলে নানা অপপ্রচার চালিয়ে আসছে। তারা ভুলে গেছে ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে শতশত মানুষকে হতাহত করেছে এবং ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে অর্ধ শত দেশপ্রেমিক সেনাকর্মকর্তা হত্যা, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতশত নেতাকর্মীকে নির্বিচারে হত্যা গুম ও নির্যাতন করেছে এবং মিথ্যা মামলা জড়িয়ে কারাগারে প্রেরণসহ নানাহয়রানি করেছে। এছাড়াও ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে ১২শ মানুষ হত্যাসহ হাজার হাজার লোককে আহত করেছেন। তাহলে কী দেশ আগে ভালো ছিলো নাকি বর্তমানে ভালো এই রায় বাংলার মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেয়ার আহবান জানান তিনি।
শনিবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা এয়াকুব ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোহাম্মদ উল্লাহ, বর্তমান সেক্রেটারি আবদুল ওয়াদুদসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।