ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ৮ম আন্তর্জাতিক ক্কেরাত সম্মেলন আয়োজন উপলক্ষ্যে ঐক দাতা সদস্য ও সুধী সমাবেশ শনিবার সন্ধ্যায় ফেনীর সিজলার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্কেরাত সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত এবং মাওলানা নাজাত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ফেনী জেলা আমীর মাওলানা আবদুল হান্নান,খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর আহমদ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, মাওলানা ইসমাইল হায়দার, ক্কেরাত সম্মেলনের সভাপতি মাওলানা আবদুল ফাত্তাহ প্রমুখ।