
স্টাফ রিপোর্টার
ফেনীতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৯ ইউনিটের নতুন কমিটি অনূমোদিত। বুধবার(১২ মে) উক্ত কমিটি সমূহ অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক।
অনুমোদিত সদর উপজেলা কমিটিতে
আহবায়ক : মোঃ যোবায়ের হোসেন, সদস্য সচিব : মোঃ বেলাল হোসেন, যুগ্ম- আহবায়ক - ১ মোঃ খুরশিদ আলম ভূইয়া, ২- সিরাজুল ইসলাম সুমন, ৩- মোঃ সাইদুর রহমান মিলন, ৪- আব্বাস পাটোয়ারী, ৫- মোঃ ইব্রাহিম হোসেন সোহাগ, ৬- মেজবাহ উদ্দিন ভূইয়া, ৭- মোঃ নূর আলম সুফল,৮- মোঃ রাকিবুল ইসলাম ভূইয়া, ৯- মোঃ সিরাজুল গনিসহ ৩১ জন সদস্য বিশিষ্ঠ কমিটি।
এছাড়াও মোঃ মজিবুর রহমান কে আহবায়ক ও ইকাবাল হোসেনকে সদস্য সচিব, করে ফেনী পৌর কমিটি, মোঃ আব্দুল্লাহ আল মামুন কে আহবায়ক ও জহিরুল ইসলাম মঞ্জুকে সদস্য সচিব করে দাগনভূইয়া উপজেলা কমিটি, মোঃ আলাউদ্দিন কে আহবায়ক ও অলি আহম্মদ শিপনকে সদস্য সচিব করে দাগনভুইয়া পৌর কমিটি, ডাঃ শফিকুর রহমান কে আহবায়ক, মোঃ তারেক হোসেন সদস্য সচিব করে পরশুরাম উপজেলা কমিটি, সাইফুল আলম মজুমদার কে আহবায়ক ও আবুল কালাম কে সদস্য সচিব করে পরশুরাম পৌর কমিটি, মোঃ আমিনুল ইসলাম রসুল কে আহবায়ক ও আবুল কালামকে সদস্য সচিব করে ফুলগাজী উপজেলা কমিটি, জাফর হোসেন মজুমদার কে আহবায়ক ও দেলোয়ার হোসেন রাজিবকে সদস্য সচিব করে ছাগলনাইয়া উপজেলা কমিটি এবং এমরান হোসেনকে আহবায়ক ও শরিফূল ইসলাম শেখ সাদিকে সদস্য সচিব করে ছাগলনাইয়া পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারন সম্পাদক এস. এম কায়সার এলিন জেলার ৯ টি ইউনিটের নতুন কমিটির অনুমোদনের সত্যতা নিশ্চিত করেন