
শহর প্রতিনিধি : ফেনী শহরতলীর বারাহীপুরে বুধবার বিকেলে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান মাদ্রাসার মোহতামিম মাওলানা মোমিনুল হক। মাওলানা মোমিনুল হক জানান, বুধবার বিকেলে মাদ্রাসার তৃতীয় তলার দক্ষিণ পার্শ্বে হেফজ বিভাগে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাÐের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে সকল আসবাবপত্র, বই-পুস্তক ও আবাসিক ছাত্রদের মালামাল ও নগদ টাকা পুডে ছাই হয়ে যায়। ফেনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে ছাত্ররা আগুন নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার ছাত্ররা আগুন আতংকে দিকবিদিগ ছুটোছুটি করতে থাকে। এ সময় কয়েকজন আহত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় জমায় এবং মোবাইল খোঁজ-খবর নেয়।