
ইয়াছির আরাফাত রুবেল: ফেনীতে ডিবি পুলিশের অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি পিকআপসহ ২ জনকে আটক করে ডিপি পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাইপাস অংশের হাজারী রোডের মাথায় ডিবি পুলিশের টহল দল একটি পিকআপের পাটাতনে তল্লাশি করে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একশটি প্যাকেটে দুইশ পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ থাকা ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তাজনিমার খোলা গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে আমির হোসেন (৩০) ও একই ইউনিয়নের থাইংখালী গ্রামের মৃত আব্দুর মোনাফের ছেলে মোঃ রফিক আলম (২০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজার থেকে সিলভার কালারের টয়োটা একটি পিকআপে ইয়াবা পাচার হচ্ছে। সে তথ্য অনুযায়ী আমরা বিশেষ অভিযান পরিচালনা করে ফেনীর হাজারী রোডের মাথায় দাঁড়ানো সিলভার কালারের একটি পিকআপ মেসার্স এমএম মটরর্সের মিস্ত্রি দ্বারা গাড়ীর প্লেনসীটের পাটাতন কেটে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এ সময় পিকআপসহ ২ জনকে আটক করা হয়। ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। উক্ত আসামীদের আদালতের প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে। পরবর্তীতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব মাদক কোথায় থেকে আসছে এবং কার কাছে যাবে তার বিস্তারিত তথ্য উদঘাটন করে মূলহোতাদের আইনের আওতায় আনা হবে।মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও শৃঙ্খলা ফেরাতে সচেষ্ট হাইওয়ে থানা পুলিশ