
শহর প্রতিনিধি
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) ফেনী জেলার সাংগঠনিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো.নুরুল আমিন।
জেলা বিডিএমএ’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ প্রদীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মো. আবদুর রশীদের সঞ্চালনায় অফিস উদ্বোধন করেন বিডিএম’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ হাফিজ সারোয়ার। , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ফেনী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান, বিডিএমএ’র ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ডাঃ মো. নুরুল ইসলাম ও সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ রবিন্দ্রনাথ দত্ত।
এতে আরো বক্তব্য রাখেন, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ আলা উদ্দিন, ডাঃ সায়েম উল্যাহ, ডাঃ হাওলাদার প্রমুখ। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ফেনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ ফেনী শহরের ট্রাংকরোড়ে মডেল থানার বিপরীত মদিনা ভবনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ ফেনী শাখার কার্যালয় উদ্বোধন করেন।