
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এডহক কমিটিতে স্থান পেয়েছেন ফেনীর আমির হোসেন বাহার ও মো: নুর উদ্দিন। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো: মাসুদ করিম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই কমিটি ঘোষণা করেন।
ড. আবদুল মালেক পদাধিকার বলে সরকার কর্তৃক মনোনীত হয়ে ফেডারেশনের সভাপতি, ২৭ সদস্যের এডহক কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বাহার। তিনি ফেডারেশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। আর সদস্য হয়েছেন হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান মো: নুর উদ্দিন। তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপ-কমিটির সদস্য।