
২৫ সেপ্টেম্বর শুক্রবার( ২০) বোতল ফেন্সিডিল ও,( ৮) বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭ ফেনী ক্যাম্প। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার, জিডি(পি) জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, আটককৃত আসামী মোঃ সোহেল (২৯), পিতা জয়নাল আবেদীন, গ্রাম চালাদী, থানা চন্দ্রগঞ্জ জেলা-লক্ষীপুর ও মো. মোরশেদ (১৯), পিতা মুনসুর আহম্মেদ, সাং ছিলাদী, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষীপুরকে আটক করে। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কাভার্ড ভ্যান এর ড্রাইভিং সিটের পিছনে সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর ২০ বোতল ফেন্সিডিল, ৮ বোতল ভারতীয় হুইস্কি (মদ) জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।