
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ফেনীতে কর্মহীন হতদরিদ্র ৪শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফেনী জেলা যুবদল।শুক্রবার(১ মে) সকালে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম এর নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল, দুই কেজি মোটর ডাল , এক কেজি ছোলা বুট, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, চিড়া ওখেজুর। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম জানান,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বর্তমানে করোনা পরিস্থিতিতে কর্মজীবী অনেক মানুষ বেকার হয়ে পড়ায় তাদের পরিবারের সদস্যদের মাঝে চাল,ডাল, আলুসহ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,যুবদলের সহ-সভাপতি, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন সুমন, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সোহাগ স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক, এসএম কায়সার এলিন, যুবদল যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন রতন, প্রচার সম্পাদক এম ফখরুউদ্দিন ভুঁইয়া, সহ-প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন আরিফ, দপ্তর সম্পাদক আল ইমরান,সহ দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রুমন, সহ-দপ্তর সম্পাদক মোঃ সুজন, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম টিপু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুবদলের যোগাযোগ সম্পাদক কাজী নজরুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক লুৎপর রহমান রতন, শিল্প সম্পাদক মুন্সি কামরুল প্রমুখ।