
করোনা প্রতিরোধে ফেনীর বিভিন্ন অঞ্চলের গ্রাম ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী সহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ব্যাক্তিগত পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক বিতরণ করেছে ফেনী কার্ডিয়াক সেন্টারের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত।
সকলের ব্যাক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করেন তিনি।
পিপিই পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে অনেকেই, অনেক গ্রাম ডাক্তাররা বলেন, দেশের এই ক্লান্তি কালে আমাদের সুরক্ষার কথা কেউ না ভাবলেও তিনি ভেবেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।
ডা. মুসা হাসনাত জানান, করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে সর্বপ্রথম প্রয়োজন ব্যাক্তিগত সুরক্ষা। নিজের সুরক্ষার কথা চিন্তা না করে অনেকেই ঝুকিপূর্ণ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তাই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের পাশে থেকে সুরক্ষা নিশ্চিত করতে।।