
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজিক সংগঠন ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ২১ শে মার্চ শনিবার সকালে ফেনী শহরের ট্রাংক রোডে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।দরিদ্র এবং অসহায় রিকশাচালক ও শ্রমিকদের হাতে জনপ্রতি একটি করে সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সৈয়দ আকরাম।তিনি জানান, আমরা আমাদের নিজস্ব অনুদানে ৫০০০ মাস্ক ও সাবান দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করব।এরই ধারাবাহিকতায়,,,,প্রথম ধাপে ২১ শেষ মার্চ শনিবার সকালে ট্রাংক রোডে ৩০০০ মাস্ক ও সাবান বিতরণ করি।ক্রমান্বয়ে আমরা অন্য উপজেলা গুলোতে ও মাস্ক ও সাবান বিতরণ করব। এটা আমাদের সংগঠনের চলমান কার্যক্রম,বিতরণের মাধ্যমে তাদের নিরাপদ ও সচেতন করার চেষ্টা করছি।আমরা মানুষের পাশে আছি এবং থাকব।ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় গরীব মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি।
এতে আরও উপস্থিত ছিলেন ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য নাসির উদ্দীন মজুমদার, মঞ্জুরুল ইসলাম,দিদারুল আলম, দিলদার হোসেন, মহিউদ্দিন মহি,জিসান আহমেদ,সোহেল,ইকবাল হোসেন,জাবেদ হেসেন, আবির, মোরশেদ, আদনান, পপেজ, কফিল উদ্দিন দিপ্তী,মিঠু খান,তৌহিদুল ইসলাম তুহিন,ইমরাম,মজুমদার রশিদ,মোহাম্মাদ আলী সোহেল,জাহিদুল ইসলাম সাগর,রিয়াজ উদ্দিন রাহাত, অর্ক মল্ল প্রমূখ।