
দিদার মজুমদারঃ ছাগলনাইয়ার পাঠান নগর কাচারি বাজর সংলগ্ন মাঠে দিনব্যাপী ওয়ালটন পন্যের পরিদর্শন ও কিস্তি মেলার শুভ উদ্ভোধন উদ্ভোধন হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্ভোধন করেন ৬নং পাঠান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী।এতে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ক্রেডিট মনিটর মোঃ ফাহিম রেজা,ওয়ালটন প্লাজা একাডেমী রোড ফেনী শাখার ম্যানেজার সাজেদুল ইসলাম,সাপ্তাহিক হকার্স পত্রিকার শহর প্রতিনিধি দিদার মজুমদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।দিনব্যাপি এই মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলায় ওয়ালটন পন্য পরিদর্শন ও বিক্রি হবে।মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য ফ্রিজের শীতকালীন অফার ২০০% ক্যাশ ভাউচার,সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি সহ থাকবে বিশেষ ডিসকাউন্ট।মেলায় ফ্রিজ,টিভি,গ্যাস স্টপ,কুকার,মাইক্রোওভেন,মোবাইল ফোন সহ বিভিন্ন পন্য সামগ্রী রাখা হয়েছে।