
সাপ্তাহিক ফেনীর গৌরব ও ফেনীর তালাশ” পত্রিকার নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারীর বাবা ডা. আফজালুর রহমানেরর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা উত্তর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার পরিচালনায় জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, মরহুমের বড় ছেলে মোশারফ হোসেন দুলাল ও ছোট ছেলে সাংবাদিক সৌরভ পাটোয়ারি প্রমুখ। জানাযায় আত্মীয়-স্বজন সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। শেষে পাটোয়ারি বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে রাত সাড়ে তিনটার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।