 
                      
                    
                    
                    
                        
                        
(প্রেস বিজ্ঞপ্তি)
ফেনীর প্রাচীনতম ও ডিএফপি’র তালিকাভুক্ত পত্রিকা সাপ্তাহিক হকার্স এর উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) শহরের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে, বিশেষ প্রতিবেদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আলম রিজভী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক হকার্স পত্রিকার নির্বাহী সম্পাদক আতিয়ার সজল, বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, সম্পাদনা সহযোগী সাধন নাথ, ব্যবস্থাপনা সম্পাদক তারেক মজুমদার, বিশেষ প্রতিনিধি সৌরভ পাটোয়ারী, ছালেহ আহম্মদ চৌধুরী সুজন ও ফেনী শহর ব্যবসায়ী নেতা ইমাম উদ্দিনসহ পত্রিকার স্টাফ রিপোর্টার, সকল উপজেলা প্রতিনিধি, শহর প্রতিনিধি ও বিক্রয় প্রতিনিধিগণ।
ইফতার মাহফিলের পর সকলকে পত্রিকার পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন সম্পাদক নুরুল করিম মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।  
                        
                        

