 
                      
                    
                    
                    
                        
দিদার মজুমদারঃ রূপালী ব্যাংক লিমিটেডের কুমিল্লা বিভাগের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন ফাজিলপুর শাখা, ফেনী এর ব্যবস্থাপক জনাব ফয়সল হায়দার।৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সন্মেলনে জনাব ফয়সল হায়দার কে বিভাগের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক ঘোষণা করা হয়। ২০১৮ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের উপর ভিত্তি করে জুরি বোর্ড এ সিদ্ধান্ত প্রদান করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল। বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক,রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আতাউর রহমান, জুরি বোর্ড এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।ফয়সল হায়দার ২০১৭ সালের ১৯ জানুয়ারী ফেনী সদর উপজেলার রূপালী ব্যাংক লিমিটেডের ফাজিলপুর শাখার ব্যববস্থাপক হিসেবে যোগদান করেন।
                        
                        

