 
                      
                    
                    
                    
                        
দিদার মজুমদারঃ ফুলগাজীর আমজাদ হাটে বিনামূল্যে ৮০ জন শিশুকে সুন্নাতে খৎনা ও রক্ত পরীক্ষা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব। এ আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন।১৬ ফেব্রুয়ারী শনিবার আমজাদ হাট ইউনিয়নের নোয়াজ ফয়জুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর হোসেন।আরো উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন রাব্বি ভূঁঞা,ডালিম মজুমদার,নজরুল ইসলাম মজুমদার স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি,সদস্য সোলায়মান হাজারী ডালিম,দুলাল তালুকদার, ইয়াসির আরাফাত সহ প্রমূখ।উল্লেখ্য,স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাব রক্তদান নিয়ে কাজ করে থাকে। গত বছরেও এই ক্লাবটি ফুলগাজী সদরে সুন্নাতে খৎনার এই আয়োজনটি করেছিল।
                        
                        

