 
                      
                    
                    
                    
                        সোনাগাজী মো. ছাবের মডেল পাইলট সরকারি হাইস্কুল কেন্দ্রে আজকের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার নামের এক শিক্ষার্থীকে নকলের দায়ে বহিস্কার করেছে। সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়নুল আবদীন জানান, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাছরীন আক্তার পরিদর্শনে এসে নাজমুন নাহারকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তরপত্র পাওয়ায় তাকে বহিস্কার করে। নাজমুন নাহার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

