 
                      
                    
                    
                    
                        
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মহাজোটের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৩৫৮ কেন্দ্র থেকে প্রেরিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়-
ফেনী-১ আসনে মহাজোট মনোনীত জাসদের নৌকা প্রতীকের প্রার্থী- শিরীন আখতার পেয়েছেন- দুই লাখ এক হাজার ৮১০ ভোট। তাঁর প্রতিদ্বন্ধী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু পেয়েছেন- ২৫ হাজার ৬১৬ ভোট।
ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী পেয়েছেন- দুই লাখ ৯০ হাজার ৬৬৮ তাঁর প্রতিদ্বন্ধী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নাল আবদীন (ভিপি জয়নাল) ৫ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।
ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭৭ ভোট। তাঁর প্রতিদ্বন্ধী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আকবর হোসেন পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।
আগামীকাল সোমবার ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
                        
                        

