 
                      
                    
                    
                    
                        
সোনাগাজী প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিলেন হাজী রহিম উল্যাহ এমপি। 
শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমপি রহিম উল্যাহ নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষনা দেন। আসনটিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থী রিন্টু আনোয়ার কে পরাজাতি করে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এবারও তিনি আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।গতবারের মতো এবারও আসনটি আওয়ামীলীগ মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়।
                        
                        

